বিভ্রাট শেষে ফের স্বাভাবিক এক্স

২৯ এপ্রিল, ২০২৪ ২২:৩৬  

একমাসের মধ্যে ফের প্রযুক্তিগত সমস্যায় পড়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স (সাবেক টুইটার)। কিছুক্ষণের জন্য কোনকিছুই পোস্ট করতে পারছিলেন না ব্যবহারকারীরা। ফলে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়াটির সঙ্গে যুক্ত অনেক ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে বিশ্বব্যাপী এক্সে সমস্যা দেখা দেয়। আগের পোস্টগুলো দেখা গেলেও নতুন করে কোনও কিছুই পোস্ট করা যাচ্ছিল না। তবে ২০-২৫ মিনিট পর থেকেই ক্রমশ পরিষেবা স্বাভাবিক হতে শুরু

করে। দুপুর ৩টা নাগাদ পরিষেবাটি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

তবে ঠিক কারণে এই সমস্যা দেখা দিয়েছিল, সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি এক্স। এনিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার বিভ্রাটের কবলে পড়লো ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ডিবিটেক/বিএমটি